এক মেশিনে একই সাথে ৯৪টি নমুনা পরীক্ষা

এক মেশিনে একই সাথে ৯৪টি নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় করোনা ভাইরাস সনাক্তে পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) মেশিনে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মেশিনে একই সাথে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে।

এর আগে দুপুরে মোনাজাতের মধ্যে দিয়ে পিসিআর মেশিনের পরীক্ষা কার্যক্রম চালু হয়।

এসময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কর্মকর্তা ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুুলনা জেলা পরিষদের চেয়ারর্ম্যান শেখ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

পিসিআর ল্যাবের সমন্বায়ক ডা. এসএম তুষার আলম জানান, কোনো রোগীর করোনা সন্দেহ হলে পিসিআরের মাধ্যমে তার রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। চার ঘণ্টার মধ্যেই করোনা পরীক্ষা প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।

তিনি জানান, করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা যাদের নমুনা পাঠাবেন শুধু তাদের পরীক্ষা করা হবে।

পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়লে ওই রোগীকে খুলনা ডায়াবেটিক হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর