শ্যামনগরে করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ

শ্যামনগরে করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ

অনলাইন ডেস্ক

''ডাক্তারের পাশে রোগী নয়, রোগীর পাাশে ডাক্তার” এ লক্ষ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজন করেছে ভ্রাম্যমান মেডিকেল টিম।

এই টিমের মাধ্যমে সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালী পরিবার পরিকল্পনা কেন্দ্রে কৈখালী ইউপির করোনা ভাইরাস সন্দেহে ১৪ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল)  নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যসেবা প্রদান করেন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. জুবায়ের হোসেন, এমওডিসি ডাঃ ওমর ফারুক চেীধুরী, মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে সহ অনেকেই।

ভ্রাম্যমান মেডিকেল টিম নমুনা সংগ্রহ শেষে কৈখালী ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের জন সচেতনতমূলক স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল