দেশে ৪৮২ করোনা রোগীর বয়স

দেশে ৪৮২ করোনা রোগীর বয়স

অনলাইন ডেস্ক

দেশে মোট ৪৮২ জন করোনা শনাক্তের মধ্যে বেশির ভাগেরই বয়স ৩১ থেকে ৪০ বছর। যা শতকরা ২২ ভাগ। ২১ থেকে ৩০ বছর বয়সের শতকরা ১৯ ভাগ এবং ৪১ থেকে ৫০ বছরের আছেন শতকরা ১৯ ভাগ। এর মধ্যে পুরুষ ৭০ ভাগ এবং নারী ৩০ ভাগ।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বুলেটিনে করোনা শনাক্তদের অবস্থান সম্পর্কে জানানো হয়, শনাক্ত ৪৮২ জনের মধ্যে শতকরা ৫২ ভাগ ঢাকা শহরের। ঢাকা শহর বাদ দিয়ে জেলাসহ অন্যান্য বিভাগে আছে শতকরা ৩৫ ভাগ।

মিরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত একদিনে যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে দুজন ঢাকার বাইরের এবং একজন ঢাকার।

তাদের বয়স ৩৮, ৫৫ ও ৭৪ বছর।


ফ্লোরা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। যারা সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে দুইজন পুরুষ একজন নারী। তাদের বয়স ২৬, ৫৭, ৫৫ বছর।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর