মাদারীপুরের রাজৈর উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পাশাপাশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকার মহর আলী শেখ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
ইউএনও আরো বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)