গ্রেপ্তারের আধা ঘণ্টার মধ্যে ‘ছাত্রী নির্যাতনকারী’ আসামির জামিন

গ্রেপ্তারের আধা ঘণ্টার মধ্যে ‘ছাত্রী নির্যাতনকারী’ আসামির জামিন

অনলাইন ডেস্ক

পিরোজপুরের কাউখালী উপজেলায় কলেজছাত্রীকে নির্যাতন করে পা ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আসামিকে আধা ঘণ্টার মধ্যে জামিন দিয়েছেন জেলা জজ কোর্টের দায়িত্বপ্রাপ্ত জজ মেহেদি হাসান।

আজ সকালে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম পিরোজপুর শহর থেকে রাব্বী মোল্লা নামে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলা জজ কোর্টে পাঠান।

কাউখালী থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, কোর্টে আসামিকে তোলার পর জজের কাছে জামিন আবেদন করেন আসামি রাব্বী মোল্লা।

পরে দায়িত্বপ্রাপ্ত জজ মেহেদি হাসান জামিন দেন বলে জানান কোর্ট ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন।

এদিকে আসামি গ্রেপ্তারের সাথে সাথে জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ওই ছাত্রীর পরিবার।

রুমা কান্না জড়িত কণ্ঠে জানান, আমার বাম পায়ে সমস্যা। ডান পা দিয়ে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতাম।

সেই ডান পা টাও ভেঙে দিলো ‌‘বখাটে’ রাব্বী। তার বিচার কী এটা? আমি ওর কঠিন বিচার চাই।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা বরিশাল বিএম কলেজের ছাত্রী রুমা টিউশনি শেষে বাসায় ফিরছিলেন। পথে ‘বখাটে’ রাব্বী মোল্লা পেছন থেকে ওরনা টেনে ধরে। এসময় ছাত্রীটি চিৎকার দিলে রাব্বী লাঠি দিয়ে পায়ে আঘাত করে। এতে তার ডান পা ভেঙে যায়। পরে ওই ছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

রাব্বী (২৪) স্থানীয় মহিলা কলেজ রোডের রাকিব মোল্লার ছেলে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর