এবার করোনায় আক্রান্ত ৩ পুলিশ

এবার করোনায় আক্রান্ত ৩ পুলিশ

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুর থানার তিন পুলিশ কনস্টেবলসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের অধিকাংশই নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

তিনি জানান, এর আগে টুঙ্গিপাড়ার উপজেলার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে। আজ সোমবার আইইডিসিআর থেকে আরও ৬জনের দেহে করোনার অস্তিত্ব রয়েছে বলে রিপোর্ট এসেছে।

তিনি জানান, এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জন এবং মুকসুদপুর থানার তিন পুলিশ কনেস্টেবল রয়েছেন। ২৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে এ তথ্য আসে।

সদরের তিনজনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মুকসুদপুর থানার ৩ কনেস্টেবলকে ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর