করোনার বিস্তার রুখতে উপজেলা চেয়ারম্যানের অনন্য উদ্যোগ

করোনার বিস্তার রুখতে উপজেলা চেয়ারম্যানের অনন্য উদ্যোগ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের বিস্তার রুখতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন দেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।

চলমান লকডাউন পরিস্থিতিতে নিজ নির্বাচনী এলাকা পাবনার আটঘরিয়া উপজেলায় ভ্রাম্যমাণ কাঁচাবাজার নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি।

পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের পক্ষে নিয়মিত নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ত্রাণ বিতরণও চলছে নিয়মিত।

নিত্যপ্রয়োজীয় কাঁচাবাজারের জন্য সাধারণ মানুষজন যেন বাজারে ভিড় না করে সেলক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

 

এ ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নিয়মিত ত্রাণ বিতরণের পাশাপাশি কাঁচামাল বোঝাই সবজি নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। এছাড়া সরকারি ত্রাণ যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেদিকেও খেয়াল রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি।  

সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে তানভীর ইসলাম বলেন, আটঘরিয়া উপজেলাবাসীর যেকোনো প্রয়োজনে আমি সব সময়ই তাদের পাশে আছি। দুর্যোগকালীন সময়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

তারা যেকোনো প্রয়োজনে আমাদের দেয়া ফোন নম্বরে কল করলেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর