শিল্পীরা ফোন করলেই পাবে সমিতির জরুরি সেবা

শিল্পীরা ফোন করলেই পাবে সমিতির জরুরি সেবা

অনলাইন ডেস্ক

শিল্পীদের জরুরি চিকিৎসা দিতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্রের সব শিল্পী ফোন করেই নিতে পারবেন এই সেবা। তবে কেউ গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে পাঠানো হবে সমিতির উদ্যোগে।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে সরকার।

এরই মধ্যে লকডাউন করা হচ্ছে একের পর এক এলাকা। সাধারণ রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এমনকি সাধারণ সমস্যা হলে ডাক্তার দেখানোরও কোনো ব্যবস্থা নেই। যে কারণে আমরা মেডিকেল টিম গঠন করেছি।
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তার থাকবেন। আমরা একটা নম্বর দিয়ে রেখেছি, শিল্পী সমিতির পরিচয় দিয়ে আমাদের সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন ওই নম্বরে ফোন দিয়ে। আমাদের শিল্পীদের তালিকা দেওয়া আছে ডাক্তারের কাছে। শিল্পী তাঁর নাম ও সদস্য নম্বর বললে ডাক্তার মিলিয়ে দেখতে পারবেন, রোগী আসলেই আমাদের সদস্য কি না। ’

‘প্রাথমিক চিকিৎসার পর যদি এমন হয়, আমাদের শিল্পীরা তার আশপাশে ওষুধ পাচ্ছেন না, তবে সমিতির পক্ষ থেকে আমরা তাঁর বাসায় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করব। তারপরও আমি সব শিল্পীদের অনুরোধ করব, আপনারা ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন, সরকারের দেওয়া নিয়ম মেনে চলুন। ’

জায়েদ খান বলেন, ‘আমাদের শিল্পীদের কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তবে তাঁকে আমরা সমিতির পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাব। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, সেটাও চিন্তা করতে হবে না কোনো শিল্পীকে। এটা শুধু অসচ্ছল শিল্পীদের জন্য নয়। ফের সবাইকে অনুরোধ করছি, আপনারা বাসায় থাকুন। ’

জায়েদ আরো বলেন, ‘আমাদের মধ্যে অসচ্ছল শিল্পী যাঁরা আছেন, তাদের বাসায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছি। কোন পরিবারে কত দিনের সামগ্রী লাগবে, আমরা সে হিসেবে পৌঁছে দিচ্ছি। যত দিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে, তত দিন আমরা শিল্পীদের বাড়িতে এসব পৌঁছে দেব। ’ 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর