কুড়িগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকাফেরত যুবক (৩০) কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় দুজন রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪এপ্রিল) সন্ধ্যায় সনাক্ত হওয়া রোগীর বাড়িতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও পুলিশ বিভাগের লোকজন খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে।


করোনায় আক্রান্ত যুবকটি এক সপ্তাহ আগে ঢাকা থেকে কুড়িগ্রামে আসে।

পরে জ্বরে আক্রান্ত হওয়ায় ১২ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

অপরদিকে রৌমারীতে আক্রান্ত কিশোরকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে।

এ ঘটনায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর এলাকায় দুটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে।
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর