আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার (১৫ এপ্রিল) ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।

আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ  বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে  গণভবনে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে র‌্যাংক ব্যাজ পরান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উল্লেখ্য, আজ থেকেই নতুন আইজিপি হিসেবে বেনজীর আহমেদের নিয়োগ কার্যকর হবে। গত বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল