ফেসবুক লাইভে খুন; কেমন যেন রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে

ফেসবুক লাইভে খুন; কেমন যেন রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে

খুজিস্তা নূর-ই-নাহারিন

ফেসবুক লাইভে ফেনীর মেয়েটিকে খুন করা ছবিটি চোখ থেকে সরাতে পারছি না। কেমন যেন রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে।

কেমন নিষ্ঠুর পুরুষ কতখানি ঘৃণা আর ক্ষোভ পুষে রাখলে এমন নৃশংস খুন করা সম্ভব। শারীরিক দুর্বল অসহায় মেয়েটিকে শারীরিক শক্তিতে বলীয়ান পুরুষ আগেই শেষ করেছিল তবুও ফেসবুকে এসে আবারও লাশের উপর ঝেড়ে ফেলা ঘৃণা আক্রোশ সবাইকে ফেসবুক লাইভের মাধ্যমে দেখাল।

উন্মত্ত উল্লাসে ফেটে পরা পুরুষ তার রাগ আক্রোশ নারীকে ছুরি দিয়ে কেটে কেটে যেন সাধ মিটছিল না ।

হালকা পাতলা গড়নের নীরব নিথর মেয়েটির গলা দিয়ে টুঁ শব্দটি করারও কি সুযোগ দিয়েছিল নির্লজ্জ বর্বর পাশবিক পুরুষ? নাকি ভয়ে মেরে ফেলার আগেই মরে গিয়েছিল? শব্দ হলো না কেন?
একবার ভাবছি ভালোই হয়েছে ৫ বছরের সংসারে প্রতিনিয়ত মার খেয়ে বেঁচে থাকার চেয়ে একবারেই মুক্তি মিলেছে।

আবার ভাবছি মেয়েটির পরিবারে এমন কেউ কি ছিল না যে মেয়েটিকে আশ্রয় দিবে ? নাকি সন্তান, সংসার আর সমাজের ভয়ে এই বদ্ধ উন্মাদের সাথে সংসার করতে বাধ্য হয়েছিল অসহায় মেয়েটি !!

ডিভোর্স হলে যে সমাজ মেয়েটিকে কূলটা, অসতী বলতো সেই সমাজ এখন কি বলবে ?

মেয়েটির স্বামী টুটুল ভুঁইয়া কালকেই হয়তো গল্প ফাঁদবে, মেয়েটি খারাপ, পরকীয়া প্রেমে আসক্ত, ব্যবহার ভালো না ইত্যাদি ইত্যাদি বলবে, কিংবা চরম অনুশোচনায় দগ্ধ হবে। বার বার চিৎকার করে বলবে মাত্রাতিরিক্ত ভালোবাসায় ক্রোধের মুহূর্তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়েটিকে খুন করে ফেলেছে।

সে আসলে এতো ভালো পৃথিবীতে কাউকে কোনোদিন বাসেনি।

আপনারা অনেকেই হয়তো স্বামী টুটুলের পক্ষ নিবেন তার প্রতি সহানুভূতিশীল হবেন। মেয়েটি কতোটা খারাপ ছিল তার একটা পরিমাপ মনে মনে কষে ফেলবেন।

তর্কের খাতিরে যদি ধরেও নেই, মেয়েটি খারাপ ছিল তাই বলে কি এমন মৃত্যু প্রাপ্য ?

যে রক্ষা করবে যে তাকে ভালোবাসবে তার অহমকে তৃপ্ত করার জন্য এই বর্বরোচিত হত্যাকাণ্ড। নির্লজ্জ খুন !!!!!

ঘৃণা ঘৃণা ঘৃণা ---------- চারিদিকে অসহ্য লাগছে সব কিছু।

কেবলই ভাবছি মেয়েটি যদি আমার আপন কেউ হতো, কাছের কেউ হতো কিংবা আমি নিজে হতাম কি করতাম ওই মুহূর্তটাতে ?

অসহায় জল ভরা চোখে করুণ তাকিয়ে থাকতাম, কাতর কণ্ঠে প্রাণ ভিক্ষা চাইতাম, বলতাম, ’’প্লিজ মেরো না আমাকে। ’'

আমার কেন মনে হচ্ছে, অন্য কাউকে নয় আমাকেই খুন করেছে হিংস্র পশু ?

আমি নিজেও তো মেয়ে মানুষই, যতই মানুষ হতে চাই, চারপাশ বারবার এসে জানিয়ে দেয়, আমি মানুষ না কেবলই নারী, কেবলই মেয়ে মানুষ।

কখনও কখনো পুরুষ এতটাই ঘৃণিত হয় তার থেকে রাস্তার নেড়ি কুত্তাকেও আপন মনে হয় ভালো লাগে।

(ফেসবুক থেকে সংগৃহীত)