ঘরে তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী

ঘরে তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রমজান মাসে ঘরে বসে তারাবি পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯টি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরামর্শ দেন।  

শেখ হাসিনা বলেন, ‘সৌদি আরবে পর্যন্ত মসজিদে নামাজের জন্য জমায়েত হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা সব জায়গা সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভ্যাটিকান সিটিও সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবাদত তো আপনি যেকোনো জায়গায় বসে করতে পারেন। কাজে ঘরে বসে  নামাজ আদায় করুন। এখনতো ইবাদতের একটি বড় সুযোগ এসেছে।

ঘরে বসে তারাবির নামাজ পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা ঘরে বসে তারাবি পড়েন। যে যার মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে। এবাদত করতে হবে আপনার মতো করে। যতটা ডাকতে পারবেন সেটাই আল্লাহ কবুল করবে। ’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণকে সুরক্ষা দেওয়ার সব ধরণের ব্যবস্থা নিয়েছে। আসন্ন রমজানে যাতে পণ্য ও খাদ্য পরিবহন ব্যহত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ’

শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। আমরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিদেশে বাঙালিরা ততোটা সুরক্ষা পায়নি। অনেক দেশেই অনেক বাঙালি মৃত্যুবরণ করেছেন। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ আধার কেটে যাবেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে করোনা মোকালোয় অবশ্যই সফল হবো। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর