দোকানের ভেতর গলায় কাপড় পেঁচানো ও হাত-পা বাঁধা লাশ

দোকানের ভেতর গলায় কাপড় পেঁচানো ও হাত-পা বাঁধা লাশ

অনলাইন ডেস্ক

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে কাউছার (১৯) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাউছার দোকানের এক কর্মচারীর এবং ভোলার তজুমদ্দিন থানার মলনচূড়া গ্রামের মোকসেদ আলী সিকদারের ছেলে।

ওই দোকানের মালিক স্থানীয় মো. রিয়াজ উদ্দিন শেখ জানান, কাউছার তার মায়ের সাথে ভবানীপুর দক্ষিণপাড়া এলাকার নার্গিসের বাড়ি ভাড়া থাকতো। দোকানের নিরাপত্তার স্বার্থে রাতে সে দোকানেই থাকতো।

প্রতিদিনের মতো বুধবারও সে দোকানে ছিল। বৃহস্পতিবার ভোরে তাকে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গেলে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পরে জয়দেবপুর থানায় খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেতে যায় কাউছার।

দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে কাউছার দোকানে ফেরে। সেখানেই ঘুমিয়ে থাকে। পরদিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন। পরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার গলায় কাপড় পেঁচানো ও হাত-পা ঝুট দিয়ে বাঁধা ছিল। তাকে পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ওয়ার্কশপের দুই দুই কর্মচারী পলাতক বলে জানান ওসি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর