করোনায় যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার আরও ৪ বাংলাদেশির মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার আরও ৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্ক প্রতিনিধি:

নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ১৬ এপ্রিল বৃহস্পতিবার মারা গেছেন মৌলভীবাজারের সন্তান রউফ আহমেদ (৬৫)। এদিন, নিউইয়র্কের ওজনপার্কে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান আব্দুল হক উতুল (৫৮) কুইন্সের হাসপাতালে এবং এম এ জলিল (৭০) নিজ বাসায় মারা গেছেন। উভয়েই করোনায় আক্রান্ত ছিলেন বলে স্বজনেরা জানান।

একইদিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উডব্রীজ শহরের বাসিন্দা কুমিল্লার মুরাদনগরের সন্তান ফরিদ উদ্দীন (৬০) করোনা ভাইরাসে চিকিৎসারত অবস্থায় উডব্রীজস্থ সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে জাহিদ ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেছিলেন। এ অবস্থায় তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

এর আগে সোমা বেগম রাজিয়া (৬৮)মারা গেছেন ১৫ এপ্রিল, লং আইল্যান্ড জুইশ হাসপাতালে। হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি রমিজউদ্দিন খানের স্ত্রী সোমাকে ১৬ এপ্রিল দাফন করা হয়েছে নিউজার্সিরর মার্লবরো গোরস্থানে।

 
 
জামালউদ্দিন (৪৬), ১৪ এপ্রিল ব্রুকলীনে লুথারেন হাসপাতালে মারা গেছেন বলে যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।  
 
নিউজার্সির প্যাটারসনে ১৪ এপ্রিল মারা গেছেন বিএনপি নেতা সৈয়দ জুবায়ের আলীর ভগ্নিপতি এবং মৌলভীবাজার সদরের খালিশপুরের সন্তান বশির আহমেদ (৪৯)।  
 
এনিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ১৪০ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই পুরুষ এবং অধিকাংশেরই বয়স ছিল ৫০ বছরের অধিক।  

উল্লেখ্য, ৮৬ লাখ জনঅধ্যুষিত নিউইয়র্ক সিটিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরো ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৬০৬ জন। এ সংখ্যা আগের চেয়ে কিছু কম। সারা আমেরিকায় ১৬ এপ্রিল রাত নাগাদ মারা গেছেন ৩৪ হাজার ৫৬২ জন।

কর্তৃপক্ষের দাবি অনুযায়ী হাসপাতালে ভর্তির প্রবণতা কমলেও মারা যাবার হার বেড়েই চলেছে। আর এমনি অবস্থায় অবরুদ্ধ অবস্থা পর্যায়ক্রমে উঠিয়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে বৃহস্পতিবার অপরাহ্নে প্রেসিডেন্ট ট্রাম্প একটি রোডম্যাপ ঘোষণা করেছেন।  

নিউজ টোয়েন্টিফোর/কামরুল