আবারও প্রমাণ হলো, বাবারা হারতে জানে না

আবারও প্রমাণ হলো, বাবারা হারতে জানে না

রিন্টু আনোয়ার

ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। বাবার প্রিয় সন্তান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। ডাক্তারের পরামর্শ জরুরিভাবে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করতে হবে। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসার জন্য স্ট্রেচার প্রয়োজন।

কিন্তু শত অনুরোধ করার পরও উপস্থিত ডাক্তার, নার্স ওয়ার্ডবয় কেউই সাহায্যের জন্য এগিয়ে আসলেন না; যদি তারাও সংক্রমিত হন এই ভয়ে।

উপায় না দেখে নিজের জীবনকে তুচ্ছ করে করোনা ভাইরাসে আক্রান্ত বুকের ধনকে বাঁচাবার জন্য বাবা নিজে সন্তানকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে গেলেন....

ছবিগুলো দেখে আর ঘটনার বিস্তারিত জেনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মনের অজান্তেই দুই চোখের অশ্রু সম্বরণ করতে পারলাম না।

আবারও প্রমাণ হলো, বাবারা কখনও হারতে জানে না...

প্রিয় সন্তানদের জন্য বাবারা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়তে প্রস্তুত থাকেন। এটাই বাস্তব।

সৃষ্টিকর্তার কাছে এই বাবা এবং সন্তানের দ্রুত সুস্থতা কামনা করছি। ।

লেখক: সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর