‌‘করোনাকালে না.গঞ্জ থেকে বাড়িতে কেন’ বলায় মাথা ফাটাল যুবক

‌‘করোনাকালে না.গঞ্জ থেকে বাড়িতে কেন’ বলায় মাথা ফাটাল যুবক

অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটায় করোনা ভাইরাস নিয়ে কথা কাটাকাটিতে নারায়ণগঞ্জফেরত এক যুবকের হামলায় রুহুল আমিন নামে এক যুবক আহত হয়েছেন। জানা যায়, করোনাকালে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে কেন? এমন প্রশ্ন করায় এ হামলার ঘটনা ঘটে।  

আহত রুহুল আমিনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার মাথায় ৬ সেলাই দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের ছত্তার খা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একই গ্রামের খোরশেদ আলীর ছেলে।

রুহুল আমিন জানান, দুই দিন আগে প্রতিবেশি জাফর মুন্সির ছেলে ইছাহাক কার্গোতে নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটার ঘুটাবাছা গ্রামের বাড়িতে আসে। আমি করোনা ভাইরাসের সংক্রমণের এ সময়ে নারায়ণগঞ্জ থেকে কেন বাড়ি আসছে জানতে চাই এবং বিষয়টি ইউএনওকে জানাবো- এমন কথা বলায় কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তিনি লাঠি দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, রুহুল আমিনের মাথায় ৬টি সেলাই দিয়ে ভর্তি নেওয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ইছাহাককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আহতের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর