রংপুরে খাদ্যের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রংপুরে খাদ্যের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রেজাউল করিম মানিক, রংপুর

খাদ্যের দাবিতে রংপুরে সহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে হাজারো নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, সরকার যথেষ্ট ত্রাণ সহযোগিতা প্রদান করলেও তারা এ সেবা থেকে বঞ্চিত।

অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে তারা।

কাজ কর্ম আয় উপার্জন না থাকায় খেটে খাওয়া এসব নারী-পুরুষ বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নেয়। এসময় তারা খাদ্যের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিয়ে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে খাদ্য সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

এদিকে খাদ্যের দাবিতে একই রোডের রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজারের সামনেও শত শত মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)