চট্টগ্রামে মৃত নোয়াখালীর সেই প্রতিবন্ধী করোনা শনাক্ত

চট্টগ্রামে মৃত নোয়াখালীর সেই প্রতিবন্ধী করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি

চট্টগ্রামে মৃত নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী মৃত মমতাজ বেগম (৩১) করোনা শনাক্ত হয়েছেন। তার বাবা ও ভাইয়ের নমুনা সংগ্রহের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছে।

জানা যায়, মৃত মমতাজ বেগম চিকিৎসার জন্য নোয়াখালী থেকে চট্রগ্রামে যান। সেখানে গত ১৩ এপ্রিল দুপুরে হঠাৎ করোনার কোনো উপসর্গ ছাড়াই তার মৃত্যু হয়।

পরে চট্টগ্রাম থেকে লাশ বাড়িতে এনে গোপনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার শরীরে করোনার কোনো উপসর্গ না থাকার পরও নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, মৃত নারীর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িটি লকডাউন ঘোষণা করে বাবা সাহাব উদ্দিন ও ভাই মো. মহসিনকে কোয়ারেন্টাইনে রেখা হয়েছ।

এছাড়া, দাফনের সাথে সংশ্লিষ্টদের নাম সংগ্রহ করে তাদেরও নমুনা বিআইটিআইডি পাঠানো হবে।

এদিকে গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের শরীরের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ওই যুবক নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য, এ নিয়ে নোয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর