তবে কি শাকিবের নামে মামলা করবে অপু!

তবে কি শাকিবের নামে মামলা করবে অপু!

অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছে, ‘জয়ের বাবা শাকিব খান সন্তানের খোঁজ খবর রাখেন না। শুধু তাই-ই না, গত এক-দেড় বছরে ছেলের কোনো খরচও বহন করেন না তিনি। ’ এর আগেও এমন অভিযোগ করেছেন অপু বিশ্বাস।  

আইন বলে সন্তানের খরচ বহন করতে হবে শাকিব খানকে।

কিন্তু সন্তানের খরচ একাই বহণ করছেন অপু বিশ্বাস। এর প্রেক্ষিতে কি অপু বিশ্বাস আইনী লড়াইয়ে যাবেন শাকিবের বিরুদ্ধে। সেটা অবশ্য এখনি বলা যাচ্ছে না, সময়ই বলে দিবে অপু বিশ্বাস সন্তানের জন্য আইনী লড়াইয়ে যাবেন কিনা।

ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাস।

একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে। আর ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা জুটির।

ডিভোর্সের পর শাকিব ছেলের কোনো দায়িত্ব পালন করেননি। সবকিছুই করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, ছেলের সকল খরচও বহন করতে হয়েছে এই চিত্রনায়িকাকে- এমনটাই দাবি করেছেন অপু।

অপু বিশ্বাস বলেন, ‘জয়কে আমি খুব ছোটবেলায় স্কুলে দিয়েছিলাম। ওর বয়স তখন ছিল দুই বছর। এই দুই বছর স্কুলের খরচটাই ও (শাকিব খান) দিয়েছে। আর আমার ব্যক্তিগত একটা প্রয়োজনে তার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়েছিলাম। তিন-চার মাস যখন আমি কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না, তখন আমাকে সে এসএমএস পাঠিয়েছে, যে ১০ লাখ টাকা দিয়েছি ওটা বাচ্চার খরচ। এটা আজ থেকে দেড় বছর আগের কথা। ’

তিনি আরও বলেন, ‘একটা তো সম্পর্ক ছিলোই, সে জায়গা থেকে বা আস্থার জায়গা থেকে টাকাটা আমি চেয়েছিলাম। কিন্তু এটা আমি আমার ছেলের খাবারের খরচ হিসেবে কিন্তু চাইনি। এটা আমার একটা প্রয়োজন ছিল। এরপর সে চুপচাপ। কাছের ক’জন সাংবাদিক বা সবাইকে সে বলে যাচ্ছে, ছেলের খরচ তো আমি দেই। এটা সম্পূর্ণ ভুল, সে একটি টাকাও দেয় না। ’

শাকিব তার সন্তানকে দেখে না এবং দেখার চেষ্টাও করে না দাবি করে অপু বলেন, ‘সবাইকে সে বলে বেড়ায় বাচ্চাকে অপু দেখতে দেয় না। অপু যদি দেখতে নাই দেয়, এ পর্যন্ত তার বাসায় কাজের লোক দিয়ে ছেলেকে প্রায় হাজার বার পাঠিয়েছি। ’

সন্তানকে নিয়ে এখন সময় কেমন কাটছে জানিয়ে বলেন, ‘ওর স্কুল বন্ধ। তবে বাসায় পড়াশোনা চালিয়ে নিচ্ছি। মজার ব্যাপার হলো, এই ছুটিতে ওর মাথার চুল ফেলে দিয়েছি। একেবারেই ন্যাড়া করা হয়েছে। আমি নিজ হাতেই ছেলের চুল কেটেছি। ’

নতুন করে আবার জীবন শুরু করবেন কবে?‘এসব বিষয়ে অস্থির হওয়া যাবে না। অবশ্যই নতুন করে জীবন শুরু করতে চাই, করব। তবে হুট করে না, সময় বলে দেবে। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল