করোনা উপসর্গ নিয়ে কুড়িগ্রামে টাঙ্গাইলফেরত শ্রমিকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে কুড়িগ্রামে টাঙ্গাইলফেরত শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে টাঙ্গাইলফেরত একজন করোনা উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। তার নাম শহিদুর রহমান (৪৫)।

রোববার (১৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি উলিপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে ছিলেন।

এ ঘটনায় মৃত ব্যক্তিসহ তার স্ত্রী ও ১২বছরের মেয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, শহিদুর রহমান এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে তার শ্বশুর বাড়ি আসেন। তিনি টাঙ্গাইলে কৃষিকাজ করছিলেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, সপ্তাহ খানেক আগে তিনি টাঙ্গাইল থেকে বাড়ি আসেন।

জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত রোববার রাতে তিনি মারা যান। আমরা
শহিদুলসহ তার স্ত্রী ও ১২ বছরের কন্যার নমুনা সংগ্রহ করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী দাফন করেছে। স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর