ব্রিটেনে করোনায় নিশান’র কর্মকর্তা সৈয়দ সরোয়ার হোসেন রানার মৃত্যু

ব্রিটেনে করোনায় নিশান’র কর্মকর্তা সৈয়দ সরোয়ার হোসেন রানার মৃত্যু

যুক্তরাজ্য প্রতিনিধি

করোনা আক্রান্ত হয়ে নিশান এর তথ্য প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ সরোয়ার হোসেন রানার মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (১৭ই এপ্রিল) যুক্তরাজ্য সম​য় রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন শনিবার বিকেল ৪টায় পরিবারের ২০ জন সদস্যের উপস্থিতিতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

সূত্র জানায়, তার বাবার নাম সৈয়দ আব্দুল মুক্তাদির (মৃত)।

গ্রামের বাড়ি মৌলভীবাজারের ব​ড়লেখা উপজেলার ইটাউরী (সৈয়দ বাড়ী)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড নিশান এর তথ্য প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ডের ওয়ান ন্যাশন আর্চারী ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন।

ব্রিটেনে সরকারের তরফ থেকে করোনায় আক্রান্ত হয়ে কমিউনিটি ভিত্তিক তথ্য জানানো হয়নি।
বিভিন্ন সামাজিক মাধ্যম ও কমিউনিটি সংগঠনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে অন্তত ১২০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অন্তত ৭০ জনের নাম পরিচয় জানা গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর