করোনা আক্রান্ত হয়ে গাজীপুরফেরত কিশোরের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে গাজীপুরফেরত কিশোরের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে করোনা আক্রান্ত হয়ে মেহেদী হাসান রনি (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে বলে জানান ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এ.বি.এম মশিউল আলম।

তিনি জানান, এই যুবক কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন। দুপুরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

বিকেলেই বাড়িতে সে মারা যায়। রাতে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। নিয়ম মেনেই তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার পর ওই যুবকের বাড়িসহ আশপাশের বেশ
কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ পিসিআর ল্যাবে বিভাগের চার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ হয়।

জানা যায়, ত্রিশালের সাখুয়া ইউনিয়নের সাখুয়া গ্রামের বাবুল সর্দার স্বপরিবারে থাকতেন গাজীপুর জেলার জয়না বাজারে। ১০/১২ দিন আগে বাড়িতে আসে তার ছেলে মেহেদি হাসান রনি। সপ্তাহ খানেক ধরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল সে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর