ত্রাণ পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিল শ্রমজীবীরা
রংপুরে সড়ক অবরোধ

ত্রাণ পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিল শ্রমজীবীরা

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুরে ত্রাণের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন শ্রমজীবীরা। মঙ্গলবার সকালে রংপুর নগরীর স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে শত শত নারী-পুরুষ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এখন পর্যন্ত সরকারি-বেসরকারি উদ্যোগে কোনো ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছায়নি।   বিক্ষোভের খবর পেয়ে বেলা সাড়ে এগারোটায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন।

এসময় দ্রুত সময়ের মধ্যে খাদ্য সরবরাহ করার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, নগরীর দু-একটি স্থানে খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছে এলাকার কর্মহীন মানুষ। পরে প্রশাসনের খাদ্য সহায়তার আশ্বাস পেয়ে তারা চলে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর