চাঁপাইনবাবগঞ্জে না.গঞ্জফেরত শ্রমিক করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে না.গঞ্জফেরত শ্রমিক করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতেই আশেপাশের ৪০টি বাড়ি
লকডাউন ঘোষণা করা হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুজনে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা, জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৩৫ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন।

১৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে আজ মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে। এ ঘটনায় আশেপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, এপর্যন্ত ১১৪জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, এরমধ্যে দুজনের পজিটিভ এবং ১১২জনের নেগেটিভ রেজাল্ট আসে।

আজ বুধবার আরও ২৩টি নমুনা পরীক্ষার জন্য রাজশাহী পিসিআর ল্যাবে পাঠানো হবে। এরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে এসেছে।

প্রসঙ্গত, গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর