রাজধানীর যেসব এলাকায় বেশি করোনা সংক্রমিত

রাজধানীর যেসব এলাকায় বেশি করোনা সংক্রমিত

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা সিটির মোট ১০টি এলাকা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।  

অনলাইন বুলেটিনে বলা হয়, বর্তমানে ঢাকা শহরের রাজারবাগ, মোহাম্মাদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাঁও ও মহাখালী এলাকা সবচেয়ে করোনা সংক্রমিত।

বুলেটিনে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১৪ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৪,১৮৬ জন, মোট মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০৮ জন।
 

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল