কালোবাজারে চাল বিক্রির সময় ইউপি সদস্য আটক
রংপুরে ২ হাজার ৭৯০ কেজি চাল জব্দ

কালোবাজারে চাল বিক্রির সময় ইউপি সদস্য আটক

রেজাউল করিম মানিক, রংপুর:

রংপুরের কাউনিয়ার রাজেন্দ্রপুরে কাবিখার ২ হাজার ৭৯০ কেজি চাল কালোবাজারে বিক্রির জন্য বস্তা বদল করার সময় জব্দ করেছে পুলিশ। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় থাকা ২ হাজার ৭৯০ বস্তা চাল গোডাউন থেকে তুলে তা রাজেন্দ্রপুরের একটি চাতালে নিয়ে গিয়ে বস্তা বদল করার করতে থাকে স্থানীয় বালারহাট ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম।

সরকারি বস্তা বদল করে অন্য বস্তায় ঢুকিয়ে সেখান থেকে সেগুলো কালোবাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সমুদয় চালসহ যুবলীগ নেতা ও ইউপি মেম্বার আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল