৩০ হাজার মানুষকে ইফতার করাবেন সেই ব্যারিস্টার

৩০ হাজার মানুষকে ইফতার করাবেন সেই ব্যারিস্টার

অনলাইন ডেস্ক

কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের রাতের খাবারের দায়িত্ব নেওয়ার পর রমজান মাসে ৩০ হাজার মানুষকে ইফতার-সেহেরি করানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ওই আইনজীবী রাইজিংবিডিকে বলেন, করোনার কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া রাজধানীর ৩০ হাজার মানুষকে ইফতার ও সেহেরি করানোর সিদ্ধান্ত নিয়েছি। রমজানের ৩০ দিনে রাজধানীর বিভিন্ন স্পটে ইফতার ও সেহেরি সামগ্রী সরবরাহ করা হবে।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতেও ৩০ হাজার মানুষকে ইফতার ও সেহেরি করানোর ঘোষণা দেন তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সব স্বাস্থ্যকর্মীদের প্রতি রাতের খাবারের দায়িত্ব নেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে বলে জানান সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল