জানালা কেটে পালানো করোনা রোগীর সন্ধানে মাঠে পুলিশ

জানালা কেটে পালানো করোনা রোগীর সন্ধানে মাঠে পুলিশ

অনলাইন ডেস্ক

কুমিল্লায় ঘরের জানালা কেটে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগীর সন্ধানে মাঠে নেমেছে পুলিশ।  

শুক্রবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে লকডাউন করা বাড়ি থেকে পালিয়ে যান তিনি। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ব্যক্তির সন্ধানে মাঠে নামে পুলিশ।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, ওই ব্যক্তি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে কাজিয়াতল এলাকায় গ্রামের বাড়িতে আসেন।

বিষয়টি জানার পর আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাই। আইইডিসিআর থেকে দেয়া রিপোর্টে ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

তিনি বলেন, শুক্রবার দুপুরে ওই ব্যক্তির ঘরটি আইসোলেশনের জন্য নির্বাচন করে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। বাইরের দিক থেকে তালা থাকলেও ঘরের জানালা কেটে শুক্রবার রাতে ওই ব্যক্তি পালিয়ে যান।

তাকে উদ্ধারের জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোনো লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছিল। তবে পালিয়ে যাওয়া এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তিরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর