জুয়া খেলতে বাধা দেওয়ায় হামলার শিকার গ্রাম পুলিশ

জুয়া খেলতে বাধা দেওয়ায় হামলার শিকার গ্রাম পুলিশ

রংপুর প্রতিনিধি

করোনা ঝুঁকিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অমান্য করে একত্রিত হয়ে খেলতে নিষেধ করায় জুয়াড়িদের  হামলার শিকার হয়েছেন এক গ্রাম পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাংলাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাংলাচড়া গ্রামে দীর্ঘদিন থেকে জুয়ার আসর পরিচালনা করছেন লতিব মিয়া ও লুৎফর রহমান নামক দুই জুয়াড়ি।

শুক্রবার সন্ধ্যায় করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জুয়ার আসরে একাধিক লোক একত্রিত হওয়ার সেখানে গিয়ে বাধা দেন গ্রাম পুলিশ শরিফুল ইসলাম। এসময় জুয়াড়িরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মাটিয়ে পড়ে যান শরিফুল। পরে এলাকাবাসী তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, আহত শরিফুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ একজন জুয়াড়িকে গ্রেপ্তার
করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর