রংপুরে সোনালী ব্যাংকের আরও দুইজন করোনায় আক্রান্ত

রংপুরে সোনালী ব্যাংকের আরও দুইজন করোনায় আক্রান্ত

রেজাউল করিম মানিক, রংপুর

 

রেজাউল করিম মানিক,রংপুর।

রংপুরের ৩ জেলায় নতুন করে শনিবার (২৫ এপ্রিল) চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে রংপুর মহানগরীর ঠিকাদারপাড়ায় এক ব্যাংক কর্মকর্তা (নারী) এবং ছোট নুরপুর মহল্লার ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী (পুরুষ) শনাক্ত হয়েছেন।

তারা দুজনেই সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় কর্মরত। এ নিয়ে গত তিনদিনে ওই শাখার ছয়জন আক্রান্ত হলেন।

এছাড়াও আক্রান্তদের মধ্যে শনিবার দিনাজপুর সদর উপজেলার একজন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একজন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্ত বেড়ে ৮০ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৪, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুরে ২০, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৬ এবং পঞ্চগড়ে ৪ জন রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর