দক্ষিণ কোরিয়ার দাবি কিম জং উন বেঁচে আছেন

দক্ষিণ কোরিয়ার দাবি কিম জং উন বেঁচে আছেন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন ‘বেঁচে আছেন’ এবং ‘ভালো আছেন’ বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। কিমং জং উনের মৃত্যুর গুজবে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সরগরম চলছে তখন তাতে পানি ঢেলে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র নীতি বিষয়ক এক উপদেষ্টা।

রবিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন দাবি করেছেন, কিম জন উন ‘বেঁচে আছেন এবং ভালো আছেন’।

উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট...কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন।

তিনি ১৩ এপ্রিল থেকে ওনসান এলাকায় অবস্থান করছেন। সন্দেহজনক কোনো আচরণ এখনো বোঝা যায়নি।
তিনি জানান, কিমের হলিডে রিসোর্টের কাছে একটি ব্যক্তিগত রেলস্টেশন আছে। সেখানে তার ট্রেন দেখা গেছে।

চাং এমন সময় এ দাবি করলেন যখন উনসানে উনের অবকাশযাপন কেন্দ্রের কাছের রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনটির অবস্থানের ছবি প্রকাশ করেছে ৩৮ নর্থ নামের একটি সংস্থা।  

এর আগে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন প্রয়াত হয়েছেন বলে দাবি করে হংকং টিভি। এরপর থেকে কিমের ‘মৃত্যু’ সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমেও শুরু হয় সরগরম।

সূত্র: সিএনএন।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল