মিরপুর পুরান ঢাকা সহ রাজধানীর যে ১০ এলাকা ঝুঁকিপূর্ণ

মিরপুর পুরান ঢাকা সহ রাজধানীর যে ১০ এলাকা ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক

ঢাকার ১০টি এলাকাকে করোনা সংক্রমণের দিক থেকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন মানুষ। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও সাতজন।

এ নিয়ে মৃত দাঁড়ালো ১৫২ জনে।  

রাজধানীর ঝুঁকিপূর্ণ ১০ এলাকার ব্যাপারে তিনি জানান, রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিরপুর, তেজগাঁও, ওয়ারী ও শাহবাগ করোনা ভাইরাস সংক্রমণ বেশি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর