নার্সের শরীরে করোনা, বন্ধ হলো দিল্লির বড় হাসপাতাল

নার্সের শরীরে করোনা, বন্ধ হলো দিল্লির বড় হাসপাতাল

অনলাইন ডেস্ক

নার্সের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতাল হিন্দু রাও

হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, বিগত দুই সপ্তাহ ধরে ওই নার্স ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বে ছিলেন। সেজন্য করোনার বিস্তার রুখতে হাসপাতালটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোসহ একে জীবাণুনাশক করা হচ্ছে।

এ বিষয়ে এনডিটিভিকে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ভার্ষা জোশি বলেছেন, ওই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেককেই শনাক্ত করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এছাড়া একটি তদন্ত দল গঠন করে ওই নার্স কার থেকে সংক্রমিত হলেন ও তিনি কতজনকে সংক্রমিত করতে পারেন পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।


 
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর