ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে ত্রাণবঞ্চিত শত শত মানুষ। আজ সোমবার সকাল থেকে চলা অবরোধে মহাসড়কের দুপাশে আটকা পড়ে যায় পন্যবাহী শতাধিক ট্রাক।

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের দরবারপুর ও সদরপুর গ্রামের কয়েক শ ত্রাণবঞ্চিত মানুষ ত্রাণের দাবিতে আজ সোমবার সকাল থেকে দশমাইল দরবারপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়ে।

খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু তারা অবরোধ তুলে নেয়নি।

ত্রাণবঞ্চিত অবরোধকারীরা জানান, করোনা ভাইরাস পরিস্থিতির ফলে তারা কর্মহীন থেকে বেকার জীবনযাপন করছে।

ঘরে যা ছিল, তা ইতিমধ্যেই শেষ। এখন অনাহারে-অর্ধাহারে কষ্টের মধ্যে আছি। ত্রাণ না নিয়ে ঘরে ফিরব না।

পরে প্রশাসনের আশ্বাসে দুপুর দুইটায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয় নামের তালিকা করে ত্রাণ দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর