ডাক্তারদের থাকার ব্যবস্থা করলেন সাংসদ শেখ তন্ময়

ডাক্তারদের থাকার ব্যবস্থা করলেন সাংসদ শেখ তন্ময়

অনলাইন ডেস্ক

বাগেরহাটে সরকারি ডাক্তারদের থাকার সুব্যবস্থা করলেন বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ তন্ময়। এর আগে প্রসূতি মায়ের পুষ্টির কথা বিবেচনা করে ২ হাজারেরও বেশি সন্তান সম্ভবা মাদের পুষ্টিকর খাবার বিতরণ করে আলোচনায় আসেন।

জানা গেছে, বাগেরহাটে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত না হলেও সরকারি ডাক্তারদের কথা চিন্তা করেছেন সাংসদ। তারা যেন নিরাপদে থেকে রোগীর সেবা করতে পারে এজন্য বাগেরহাটের তিনটি স্থানে ডাক্তারদের থাকার ব্যবস্থা করেছেন।

এর আগে তিনি ভ্র্যম্যমাণ মেডিকেল টিম গঠন করে ‌‌‌‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ চিকিৎসার ব্যবস্থা চালু করেন। এছাড়া সাধারণ জনগণকে খাদ্য সহায়তা, প্রসূতি মায়ের পুষ্টির কথা বিবেচনা করে প্রায় ২ হাজারের বেশি সন্তান সম্ভবা মাকে পুষ্টিকর খাবার বিতরণ করেন।

এছাড়াও বাগেরহাটবাসীর জন্য করোনা জেলা সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে কোভিড ১৯ টেস্টিং বুথ স্থাপন করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর