কিম জং উনের স্বাস্থ্য নিয়ে যা বললেন ট্রাম্প

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছিল। পরে অবশ্য সেটিকে গুজব বলা হয়েছে। এর মধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিম।

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া থেকেও বলা হয়েছে, কিম ভালো আছেন।

এরপরও নিশ্চিত হওয়া যাচ্ছে না কিমের বিষয়ে। কারণ উত্তর কোরিয়া সব বিষয়ে কঠিন গোপনীয়তা বজায় রাখে। এর মধ্যেই কিমের স্বাস্থ্য নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারবো না নির্দিষ্ট করে, হ্যাঁ, তিনি (কিম) কেমন আছেন আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি এখন এ বিষয়ে বলতে পারবো না।

পরে একই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, গত শনিবার তিনি (কিম) কিছুই বলেননি। কেউ জানে না তিনি কোথায়। তাই অবশ্যই তিনি কিছুই বলেননি। শনিবার কিম জং উন বিবৃতি দিয়েছে এটা তো ব্রেকিং নিউজ। কিন্তু আমি তা মনে করি না।

ধারণা করা হচ্ছে, কর্মীদের প্রতি দেওয়া কিমের বার্তার কথা বলছেন ট্রাম্প যা কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গত রবিবার প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।  

সূত্র: সিএনএন

নিউজ টোয়েন্টিফোর/কামরুল