প্রভাবশালীদের চাপে হাওরে ‘কোয়ারেন্টাইন’, ১৭ পরিবারকে উদ্ধার

প্রভাবশালীদের চাপে হাওরে ‘কোয়ারেন্টাইন’, ১৭ পরিবারকে উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রভাবশালীদের চাপে নিজ বাড়িতে উঠতে না পেরে নেত্রকোনার খালিয়াজুরির নির্জন হাওরে অবস্থান করা ঢাকা ফেরত ১৭টি পরিবারকে উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী পুলিশ পাঠিয়ে তাদের নিজ নিজ বাড়িতে পোঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

তিনি জানান, তাদেরকে খাদ্য সহায়তাসহ সকল নিরাপত্তা প্রদান করা হবে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, প্রায় ১২ দিন পূর্বে তারা গ্রামে আসেন। গ্রামের প্রভাবশালীরা বাড়িতে উঠতে না দিয়ে উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কসমা হাওরে খুপরি করে থাকতে দেয় তাদের। এদের মধ্যে অনেকেই গার্মেন্টস কর্মী, ঢালাইয়ের কাজসহ বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো। কয়েক ধাপে তারা এলাকায় আসলে ওই হাওরে তাদেরকে থাকতে বাধ্য করা হয়।

খবর পেয়ে ইউএনও সোমবার বিকেলে খাদ্য সহায়তা পাঠান। আজ মঙ্গলবার পুলিশের সহায়তায় তারা বাড়ি যেতে পেরে আনন্দিত।

হাওরে থাকতে বাধ্য হওয়া রিতা রানী জানান, তারা দুই বোন ঢাকায় কাজ করেন। এলাকায় ফেরার পর তাদের হাওরে থাকতে হয়েছে। রাতে পালা করে ঘুমাতে হয়েছে তাদের। একজন ঘুমালে আরেকজন পাহারা দিত।

হাওরে অবস্থান করা আরেকজন জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক সরকার ও মেম্বার দেবাশীষ চাপ সৃষ্টি করলে গ্রামের মানুষ হাওরে খুপড়ি ঘরে আলাদা করে রাখে। অথচ আমরা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত ছিলাম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর