নওগাঁয় নার্সের পর পল্লী চিকিৎসক করোনা শনাক্ত

নওগাঁয় নার্সের পর পল্লী চিকিৎসক করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

নওগাঁর সাপাহারে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত (৪০) ব্যক্তির বাড়ি সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাসপুর গ্রামে। ঢাকা ফেরত ওই ব্যক্তি পল্লী চিকিৎসক। তিনি সহ নওগাঁর সাপাহারে দুজন করোনা আক্রান্ত হলেন।

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ঢাকা থেকে ওই ব্যক্তি নিজ বাসায় আসে। ওই রাতেই তার হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়। পরদিন গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় তার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহা. রুহুল আমিন জানান, গত ২৬ এপ্রিল ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গোয়ালা কামাসপুর গ্রামের ওই ব্যক্তির রিপোর্টটি করোনা পজিটিভ আসে। বাকি তিনজনের রিপোর্ট এখনও হাতে পাইনি।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, আমরা ওই বাড়িসহ আসপাশের কয়েটি বাড়ি লকডাউন করে আসব এবং তার সাথে ওই এলাকার মানুষকে সচেতনতা বৃদ্ধি করব।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম করোনা শনাক্ত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর