এবার করোনা মোকাবেলায় ফেমোটিডিন

এবার করোনা মোকাবেলায় ফেমোটিডিন

অনলাইন ডেস্ক

হাইড্রোক্সিক্লোরাকুইন, ককটেল ড্রাগ, রেমডিসিভির পর এবার চলছে ফেমোটিডিন নিয়ে পরীক্ষা। কোভিড ১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হচ্ছে এটি। ২০০ কোভিড আক্রান্তের উপর পরীক্ষা শুরু করেছে নিউইয়র্কের ফেইনস্টিন ইসস্টিটিউটস ফর মেডিকেল রিসার্চের গবেষকরা।

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, আলসার রোগে এই ওষুধ দেওয়া হয়।

তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর পুরুষদের চেয়ে নারীদের শরীরে এ ওষুধ ভালো কাজ করে।

ভারতের মেডিসিন বিশেষজ্ঞ আরিন্দম বিশ্বস বলেছেন, এখন অন্ধকারে ঢিল ছোঁড়া ছাড়া কোনো উপায় নেই। নিউইয়র্কের ইনস্টিউট ৯ গুণ বেশি ডোজের ফেমেটিডিন ইঞ্জেকশান কোভিড রোগীদের দিচ্ছে।

কিন্তু ভারতে কম।

যু্ক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৪। মারা গেছে ৬১ হাজার ৬৫৬ জন। এছাড়া সুস্থ হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৫৫ হাজার ১২৭টি। অপরদিকে এখনও গুরুতর অবস্থায় আছে ১৮ হাজার ৬৭১ জন।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৮৮ এবং মারা গেছে ২ হাজার ৪৯৮ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর