নারায়ণগঞ্জে ৪ র‌্যাব কর্মকর্তা করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে ৪ র‌্যাব কর্মকর্তা করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১–এর চার কর্মকর্তাসহ ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১–এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ১৭ জনকে ব্যাটালিয়ন থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।  
সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, রাজারবাগ পুলিশ লাইনসে ৫ জন ও শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা করোনা আইসোলেশন হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ব্যাটালিয়ন কার্যালয়ের কর্মকর্তাসহ ২৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, পাড়া–মহল্লায় জনসমাগম বন্ধে টহলসহ নানা দায়িত্ব পালন করে আসছেন র‌্যাব সদস্যরা। এ কারণে ১৬ এপ্রিল র‌্যাবের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তী সময়ে অন্যদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে সেখানে তাঁদের করোনা পজিটিভ আসে।

আক্রান্ত ব্যক্তিরা সবাই ভালো আছেন। অধিকাংশের কোনো উপসর্গ নেই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর