টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলি, দুই রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলি, দুই রোহিঙ্গা ডাকাত নিহত

অনলাইন ডেস্ক

টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের সাথে র‌্যাবের গোলাগুলিতে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হযেছে বিপুল পরিমাণ অস্ত্র।

শুক্রবার (১ মে) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে পৌনে ১২ টার দিকে র‌্যাব-১৫ (কক্সবজার) এর ফেসবুক পেজে জানানো হয়।

রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সাথে গোলাগুলিতে ডাকাত হাকিম (৩৫) ও ডাকাত রশিদ (৩০) নিহত হয়েছে বলে ফেসবুক পেইজের ওই পোস্টে উল্লেখ করা হয়।

এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানানো হয়।

জানা যায়, বুধবার রাতে হোয়্যাইকং থেকে বন্যহাতির তাণ্ডব থেকে ধানরক্ষায় পাহারা দেওয়া তিন কৃষককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রোহিঙ্গা ডাকাতরা। এরপর শুক্রবার ভোরে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে অপহৃত আকতার উল্লাহর গলাকাটা লাশ দেখে উদ্ধার করে স্থানীয়রা।

এই ঘটনার পর শুক্রবার সকালে র‌্যাব ১৫ এর একটি দল অপহৃত বাকি দুইজনকে উদ্ধারে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান শুরু করে।

এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হলেও অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্যও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জুমার নামাজের পর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল