কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে সিপিবি

কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে সিপিবি

অনলাইন ডেস্ক

কৃষক ও কৃষি বাঁচাতে সরকারিভাবে সকল ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত পার্টির ‘কোভিড-১৯ রেসপন্স টিমে’র এক সভায় এ দাবি জানানো হয়।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, চলমান করোনা-সংকটের কারণে দেশের অর্থনীতি চরম হুমকির মুখে।

এই অবস্থায় দেশের কৃষিকে বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে না পারলে দেশ চরম সংকটের মুখে পড়বে। এজন্য কৃষক যাতে ধানের লাভজনক দাম (উৎপাদন ব্যয়ের দেড়গুণ) পায়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের কঠোরভাবে দমন করতে হবে।
 

মুনাফালোভী ‘রাইস মিল মালিক’ ও ‘ধান-চাল সিন্ডিকেট’-এর প্রতারণায় কৃষক যেন বিপন্ন না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে। প্রতিটি ইউনিয়নে ‘সরকারি ক্রয় কেন্দ্র’ চালু করে খোদ কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল