‘বিমানবন্দরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব’

‘বিমানবন্দরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব’

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনের বিমানবন্দরগুলোতে শারীরিকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব বলে সর্তক করেছেন হিথ্রো বিমানবন্দরের পরিচালক জন হল্যান্ড কী। তিনি বলেন, বিমানসহ কোন ধরনের গণপরিবহনে সামাজিক দূরত্ব কাজ করবে না।

তবে ইউরোপের এই ব্যস্ততম বিমানবন্দরের প্রধান নির্বাহী বলেন, বিমানবন্দরগুলোকে হেলথ স্ক্রিনিং চালু এবং যাত্রীদের মুখোশ পড়ার ব্যবস্থা চালু করতে হবে। তবে জিএমবি ইউনিয়ন জানিয়েছে, বিমানবন্দরকে কর্মী ও যাত্রীদের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব কার্যকর করতে হবে।

ইউনিয়ন যে সকল দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে সে সকল দেশের যাত্রীদের নিয়ে তারা উদ্বিগ্ন। গত দুই সপ্তাহে হিথ্রোতে কর্মরত তিন জিএসবি সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

সম্পর্কিত খবর