লকডাউন অমান্য করছে যুবকরা, ব্রিটেনে ৯০০০ জনকে জরিমানা

লকডাউন অমান্য করছে যুবকরা, ব্রিটেনে ৯০০০ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে গত ৬ সপ্তাহ যাবত লকডাউনে রয়েছে ব্রিটেন। কিন্তু এরই মধ্যে কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে বের হয়ে লকডাউন ভঙ্গ করায় প্রায় ৯ হাজার জনকে জরিমানা করেছে পুলিশ।

এর মধ্যে এক ব্যক্তিকেই করা হয়েছে ৬ বার জরিমানা। দ্বিতীয়বার জরিমানা গুণতে হয়েছে ৩৪৩ জনকে।

ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে আইন ভঙ্গকারীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছেন পুরুষ এবং তাদের বয়স ৩৫ এর নিচে।

এর মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যিনি চুল কাটার জন্য তার বন্ধুর বাড়ি গিয়েছিলেন।

চার যুবককে জরিমানা করা হয়েছে যারা বার্গার কেনার জন্য ম্যানচেস্টার থেকে ইয়র্কশায়ার ভ্রমণ করেছিলেন।

এনপিসিসির ডেপুটি চিফ সারা গ্লেন বলেছেন, কখনও কখনও জারিমান করে কাজ হয় না তাদের গ্রেফতার করতেও হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর