আইসিইউতে করোনা রোগীকে যৌন হেনস্থা, চিকিত্‍সক গ্রেপ্তার

আইসিইউতে করোনা রোগীকে যৌন হেনস্থা, চিকিত্‍সক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

হাসপাতালে যোগদান করার পরের দিনই করোনা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন মুম্বইয়ের এক হাসপাতালের চিকিত্‍সক।  

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের ওয়াকহার্ড হাসপাতালের আইসিএউ ওয়ার্ডের এক পুরুষ করোনা রোগীকে যৌন হেনস্থা করেন ওই ডাক্তার। এমন অভিযোগে অভিযুক্ত ৩৪ বছর বয়সি চিকিত্‍সককে আপাতত থানের বাড়িতেই কোয়ারানটিন করে রাখা হয়েছে। তার গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

মুম্বাইয়ের আগরিপাড়া পুলিশ আরও জানিয়েছে, সংক্রমণের ভয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হয়নি। তার বাড়িতেই একটি ঘরে কোয়ারানটিন করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পয়লা মে, সকাল সাড়ে নয়টা নাগাদ।

পুলিশ জানিয়েছে, ওই চিকিত্‍সক ডাক্তারি পড়া শেষ করেই হাসপাতালের ডিউটিতে জয়েন করেছিলেন।

যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিনই হাসপাতালে যোগ দেন ওই ডাক্তার। ঘটনার পর অভিযুক্ত ডাক্তারকে বরখাস্ত করেছে ওই হাসপাতাল।  

হাসপাতাল সূত্রের খবর, সব তথ্য যাচাই করার পর হাসপাতালের প্রোটোকল মেনে পুলিশের খবর দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চিকিত্‍সককে বরখাস্ত করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৭৭, ২৬৯, ২৭০ ধারায় মামলা দায়ের করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর