খাদ্যের দাবিতে রংপুর সিটি করপোরেশন অফিস ঘেরাও

খাদ্যের দাবিতে রংপুর সিটি করপোরেশন অফিস ঘেরাও

রেজাউল করিম মানিক, রংপুর

খাদ্যের দাবিতে শত শত রিক্সা শ্রমিক রংপুর সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা নগরীর প্রধান সড়কে শুয়ে সড়ক অবরোধ করে।

বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারের বেশি রিক্সা এবং অটো শ্রমিক সিটি করপোরেশন কার্যালয়ের সামনে ত্রাণের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

তাদের দাবি- দেড় মাস ধরে লকডাউনের কারণে তারা রিক্সা চালাতে পারছে না প্রশাসন তাদের রিক্সা চালাতে দিচ্ছে না। ফলে কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর দিন কাটছে। দেড় মাসে তাদের কোনো খাদ্য সহায়তা দেওয়া হয়নি। এমনি অবস্থায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে তারা আজ সিটি কর্পোরেশন ঘেরাও করেছে।

তাদের দাবি- হয় তাদের রিক্সা চালাতে দিতে হবে, না হয় খাদ্য সরবরাহ করতে হবে। খবর পেয়ে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল খাদ্য সহায়তার আশ্বাস দিলে তারা দুপুর পৌনে ২ টার দিকে অবরোধ তুলে নেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর