মোবাইল চুরিতে বাধা দেওয়ায় খুন হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

মোবাইল চুরিতে বাধা দেওয়ায় খুন হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি

মোবাইল চুরিতে বাধা দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খানকে।

তৌহিদ হত্যা মামলার প্রধান আসামি আশিককে গ্রেপ্তারের পর তিনি আদালতে এমন জবানবন্দি দেন।

সোমবার বিকেলে পুলিশ সুপার আহমার উজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালী থানা-পুলিশের যৌথ টিম নগরীর আকুয়া বোডঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদে জানায়, মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ায় তৌহিদকে রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

পরে তার দেওয়া তথ্য মতে তিনকোনা পুকুরপাড় এলাকার একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড এবং গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার থেকে হত্যাকারী আশিকের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আহমার উজ্জামান এসব তথ্য জানান।

এদিকে বিকেলে গ্রেপ্তার আশিককে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

এ ঘটনায় তৌহিদুলের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যার দুদিনের মধ্যেই একমাত্র আসামি আশিকুজ্জামান আশিককে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মেধাবি ছাত্র তৌহিদুলের হত্যাকারীদের বিচার দাবি করে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সহপাঠী ও ময়মনসিংহ নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্তরে মানববন্ধন করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর