ইউপি চেয়ারম্যান হত্যায় আসামি আ.লীগ নেতা

ফাইল ছবি

ইউপি চেয়ারম্যান হত্যায় আসামি আ.লীগ নেতা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গুলি করে হত্যার ঘটনায় জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামানসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে লোহাগড়া থানায় এ মামলা করেন নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- লোহাগড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদজ্জামান মাসুদ, দিঘলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম, দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি স ম ওহিদুর রহমান, আ.লীগ নেতা শরীফ মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহ, একাধিক হত্যা মামলার আসামি সোহেল খান, শেখ বনিরুল ইসলাম বনি, শেখ পনিরুল ইসলাম কটো, হেমায়েত হোসেন। আসামিদের অধিকাংশের বাড়ি দিঘলিয়া ইউপির কুমড়ি গ্রামে।

মামলার বাদী সাইফুর রহমান হিলু বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহ্ন ছিল।

সম্পর্কিত খবর