লন্ডনের নাইটিঙ্গেল হাসপাতাল স্ট্যান্ডবাই হিসেবেই থাকছে

লন্ডনের নাইটিঙ্গেল হাসপাতাল স্ট্যান্ডবাই হিসেবেই থাকছে

যুক্তরাজ্য প্রতিনিধি

লন্ডনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ৩ এপ্রিল ডকল্যান্ডে অবস্থিত লন্ডন এক্সেল সেন্টারকে ৪ হাজার শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়।

কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও রোগীর সংখ্যা কমে আসায় অস্থায়ী এই হাসপাতালটি বন্ধ না করে স্ট্যান্ডবাই হিসেবে রাখার চিন্তা করছে সরকার।

হাসপাতালের কর্মীর অন্যত্র নিয়োগ এবং কিছু সরঞ্জাম হাসপাতালের জন্য রেখে দেওয়া হবে।

নাইটিঙ্গেল হাসপাতালের সিইও চার্লস নাইট স্টাফদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে বলেছেন, হাসপাতালের বেশিরভাগ সক্ষমতা ব্যবহার করা হয়নি।

তিনি লন্ডনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা ঘরে থেকে জীবন বাঁচিয়েছেন। তারা বিশেষজ্ঞদের কথা শুনেছেন।

তিনি বলেন, এক ওয়ার্ডের বেশি সক্ষমতা বাড়ানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, সম্ভবত আগামী দিনেও লন্ডন নাইটিংঙ্গেল হাসপাতালটি করোনা রোগীদের জন্য ব্যবহারের প্রয়োজন হবে না।

হাসপাতালের স্থানটি লন্ডনের ডকল্যান্ডে। এটি একটি বিশাল এক্সিভিশন সেন্টার। ব্রিটেনে করোনা ভাইরাসের মহামারি দেখা দিলে জরুরি ভিত্তিতে এখানে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর