টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত, ১৮ অস্ত্র উদ্ধার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত, ১৮ অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজরের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। পুলিশের দাবি, ডাকাতদের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার হ্নীলা রঙ্গিখালীর গহীন পাহাড়ে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহতরা ডাকাতরা হলেন- টেকনাফের রঙ্গিখালী গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ ওরফে মোনাইয়া। নিহতরা পাহাড়ি ডাকাত বাহিনীর সদস্য বলে জানিয়েছেন তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোররাতে রঙ্গিখালীতে ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পাঁচ সদস্য আহত হন।

পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‘ডাকাতদের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর